নোভা স্কোশিয়ায় লেফটেন্যান্ট গভর্নরের ভবনে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭
-68ca5bc48282e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্সে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কোশিয়া (BDCANS)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল সন্ধ্যা।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) লেফটেন্যান্ট গভর্নরের ঐতিহাসিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠান ছিল সেখানে প্রথম কোনো বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানের সূচনা করেন নোভা স্কোশিয়ার মেয়র মাইক স্যাভেজ ONS। তিনি বহুসংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পরে স্বাগত বক্তব্যে BDCANS-এর চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া তালুকদার বলেন, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার এই প্রয়াস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবে।
অনুষ্ঠানে একে একে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান, আবৃত্তি ও নৃত্য। অনুষৃতা, সঞ্চিয়া, আরণ ও দীপান্বিতা পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ‘আমরা সবাই রাজা’। সঞ্চিতা তোশ আবৃত্তি করেন কবিতা ‘হঠাৎ দেখা’। দীপান্বিতা দে গেয়ে শোনান নজরুলগীতি ‘খেলিসে জলদেবী’। শ্রুতি চক্রবর্তী পরিবেশন করেন নজরুলগীতি ‘আবার শ্রাবণ এলো ফিরে’। ঝিলিক সিংহ রায় নৃত্য পরিবেশন করেন ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো’।
এ ছাড়া মহেশ্বরী ডান্স একাডেমির শিক্ষার্থীরা দলীয় নৃত্য ‘হৃদয় আমার নাচেরে’ এবং দেবপ্রিয়া চ্যাটার্জি নজরুলের নৃত্য ‘শ্রী জমাট চাঁদে আনন্দে’ পরিবেশন করেন।
অনুষ্ঠানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শেষে লেফটেন্যান্ট গভর্নর অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন।
আয়োজক বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কোশিয়া জানায়, এ ধরনের আয়োজন ভবিষ্যতে নোভা স্কোশিয়ায় বাংলাদেশি সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য ছড়িয়ে দিতে নতুন মাত্রা যোগ করবে।
এমএইচএস