দেশে ফিরল অবৈধ পথে লিবিয়া যাওয়া ১৭৬ বাংলাদেশি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরত আসা ১৭৬ জনের মধ্যে ১৭২ জনকে আটক রাখা হয়েছিল ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে। বাকি ৪ জন ছিলেন আইওএম’র আশ্রয় কেন্দ্রে।
ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচণায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
ডিআর/এমবি