নিউইয়র্কে বাংলাদেশি তরুণ হত্যায় ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১
-68ccd0fce7ebf.jpg)
নিহত বাংলাদেশি তরুণ উইন রোজারিও। ছবি সংগৃহীত
নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ গঠন করা হয়েছে। শহরের পুলিশ কমিশনার জেসিকা টিশের নির্দেশে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড (সিসিআরবি)।
গত মার্চে মানসিক স্বাস্থ্য সংকটে থাকা ১৯ বছর বয়সী রোজারিও নিজ বাড়িতেই পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় জড়িত দুই কর্মকর্তা সালভাতোরে আলোনজি ও ম্যাথিউ সিয়ানফ্রক্কোর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ অনুমোদন করেছে সিসিআরবি।
এখন অভিযুক্তদের বিভাগীয় ট্রায়ালের মুখোমুখি হতে হবে। তবে শেষ পর্যন্ত শাস্তি নির্ধারণ করবেন পুলিশ কমিশনার। মানবাধিকার সংগঠনগুলো বলছে, কর্মকর্তাদের বরখাস্ত ও বিচার নিশ্চিত না হলে এটি পুলিশের দায়মুক্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।
ঘটনার সময়ের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, রোজারিও রান্নাঘরের ড্রয়ার থেকে একটি কাঁচি হাতে নিলে পুলিশ প্রথমে টেজার ব্যবহার করে। পরে পরিবারের অনুরোধ সত্ত্বেও সিয়ানফ্রক্কো কয়েক সেকেন্ডের ব্যবধানে হাতে ও বুকে একাধিক গুলি চালান।
কর্তৃপক্ষ জানায়, মানসিক অস্থিরতার কারণে রোজারিও নিজেই ৯১১-এ কল করেছিলেন। পরিবারের অভিযোগ, পুলিশ পরিস্থিতি শান্ত না করে আরও উত্তেজিত করেছে। এ ঘটনায় তারা এনওয়াইপিডির বিরুদ্ধে মামলা করেছেন।
আইন অনুযায়ী, পুলিশের গুলিতে মৃত্যু হলে অ্যাটর্নি জেনারেলের অফিস তদন্ত করে। রোজারিওর মামলাটি এখনও পর্যালোচনাধীন রয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত দুই কর্মকর্তাকে টহল দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
কেই/এমএইচএস