ক্যালগেরিতে নাট্য সংগঠন বাংলা অনসম্বল’র নতুন প্রযোজনা ‘ত্রিমাত্রিক’

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬
-68ccf7ab69820.jpg)
কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে নাট্য সংগঠন ‘বাংলা অনসম্বল’ তাদের নতুন প্রযোজনা ‘ত্রিমাত্রিক’ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট দেবাশীষ রায়, সেক্রেটারি মুসফেক সালেহীন ও অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে দেবাশীষ রায় লিখিত বক্তব্যে জানান, আগামী ২১ সেপ্টেম্বর রোববার ‘ত্রিমাত্রিক’ পরিবেশনার প্রথম পর্বে পরিবেশন করা হবে স্বপন গাঙ্গুলীর রচিত শ্রুতি নাটক ‘পাকা দেখা’, অভিনয়ে বৈশাখী গুহ ও জয়ন্ত বসু। দ্বিতীয় পর্বে থাকবে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গল্প অবলম্বনে অডিও ফিকশন ‘দ্যা অ্যাডভেঞ্চার অফ দ্যা স্টক ব্রকার্স ক্লার্ক’-এর প্রিমিয়ার শো, নাট্যরূপ, ধ্বনি ও সম্পাদনা করেছেন মুসফেক সালেহীন। এতে অভিনয় করবেন তীর্থ সাহা, তাসফীন হুসেন, খায়ের খোন্দকার, সেলিম আহমেদ ও মাসরুর আহমেদ দীপক।
তৃতীয় পর্বে থাকবে বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদের রচিত নির্দেশিত ও অভিনীত নাটক ‘তুম্বা এবং প্রতিবেশী’।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে বহু সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত রাখার উদ্দেশ্যেই এই ‘ত্রিমাত্রিক’ পরিবেশনা আয়োজন করা হয়েছে।
ত্রিমাত্রিক পরিবেশনার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’ এবং চ্যানেল আই।
এমএইচএস