Logo

প্রবাস

কানাডায় সংগীত সন্ধ্যা মাতালেন হাসান

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

কানাডায় সংগীত সন্ধ্যা মাতালেন হাসান

ছবি : বাংলাদেশের খবর

কানাডার ক্যালগেরির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট সংগীত সন্ধ্যা। ‘প্রো-ইনটারটেইনমেনট এক্সপেরিয়েনস’-এর আয়োজনে স্থানীয় সময় শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতের এ অনুষ্ঠানে অংশ নেয় প্রবাসী ব্যান্ড দল ‘কায়া’ ও ‘রুটস ২৫’। তারা পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস ও ‘এল আর বি’র গান।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’-এর ভোকাল হাসান। তার কণ্ঠে পরিবেশিত ‘ঘুম আসে না’, ‘এত কষ্ট কেন ভালবাসায়’, ‘সুইটি তুমি আর কেঁদো না’সহ একাধিক কালজয়ী গান দর্শকদের স্মৃতির ভুবনে ফিরিয়ে নিয়ে যায়। শ্রোতারা শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলান, আর পুরো অডিটোরিয়াম রূপ নেয় একখণ্ড বাংলাদেশে।

প্রবাসী বাংলাদেশিদের আবেগ-অনুভূতির মিশ্রণে ভিন্ন ধরনের এই কনসার্ট বিপুল দর্শক-শ্রোতার মন ছুঁয়েছে। সফল আয়োজন হিসেবে অনুষ্ঠানের প্রশংসা করেছেন সবাই।

আয়োজক মো. খান বলেন, ‘আমাদের এই সংগীত সন্ধ্যা প্রমাণ করেছে, প্রবাসে থেকেও সংস্কৃতিকে ঘিরে একত্রিত হওয়া যায়। এটি কেবল এক সন্ধ্যার গল্প নয়, বরং প্রমাণ করে— সংগীতের ভাষা সর্বজনীন, আর অনুভবের কেন্দ্র এখনও বাংলা, বাংলাদেশ।’

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর