
ছবি : বাংলাদেশের খবর
কানাডার টরন্টো শহরের ডাউনটাউনের ডেভিড পিকোট স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সাহিত্য উৎসব ‘ওয়ার্ডস অন দ্য স্ট্রিট’। দুই দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় ‘অল দ্য ওয়ে টু দ্য স্টেজ! পোয়েট স্পটলাইট’ পর্ব।
পর্বটি পরিচালনা করেন টরন্টো পোয়েট লরিয়েট ও প্রখ্যাত কবি লিলিয়ান অ্যালেন। এতে অংশ নেন বাঙালি কবি ও লেখক সুব্রত কুমার দাস, যিনি কানাডা জার্নালের উদ্যোক্তা। এছাড়া উপস্থিত ছিলেন কবিরা ডেসিরি ম্যাকেঞ্জি, গানা প্যাট্রিয়ার্কা এবং যোশেফ ম্যাভিগলিয়া।
কবিতা পাঠের সময় লিলিয়ান অ্যালেন সুব্রত কুমার দাসের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সুব্রত আমার লেখালেখির জন্য একজন প্রেরণাদায়ক কবি। তিনি আমাদের টরন্টোতে আসার পর থেকে একজন বন্ধু ও সহকর্মীর মতো।’
এরপর সুব্রত তার ইংরেজি কবিতা ‘দ্য আই ইন মাই নিউ মাদারল্যান্ড’ পাঠ করেন।
উল্লেখ্য, ১৯৯০ সালে শুরু হওয়া এই উৎসব বই ও সাময়িকীকে কেন্দ্র করে প্রতি বছর টরন্টোতে আয়োজন করা হয়। উৎসবে কানাডার লেখক ও গ্রন্থপ্রেমীদের জন্য বিভিন্ন কর্মশালা, রচনা পাঠ এবং প্রকাশনীর স্টলসহ নানা আয়োজন থাকে। এ উৎসবে সাধারণত দুই দিনব্যাপী প্রায় দেড় লাখ মানুষের সমাগম ঘটে।
সুব্রত কুমার দাসের কবিতা ও উপস্থিতি এবারের উৎসবকে বিশেষভাবে আলোকিত করেছে।
এলএন/এমএইচএস