
ছবি : বাংলাদেশের খবর
কানাডার সাস্কাচুয়ান প্রভিন্সের সাস্কাটুনে সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। তিনদিনব্যাপী এ দুর্গোৎসব ছিল আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মিলনমেলা।
আশ্বিন মাসের শুরু মানেই বাঙালির মননে পূজার গন্ধ। দেশ কিংবা প্রবাস—সবখানেই এর আবহ ছড়িয়ে পড়ে। এবারের দুর্গাপূজায়ও প্রবাসী বাঙালিরা পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে মাতোয়ারা হয়ে ওঠেন। ভক্তদের ভিড়ে পূজা মণ্ডপ যেন হয়ে ওঠে এক খণ্ড বাংলাদেশ।
এবার দেবী দুর্গা এসেছেন গজে চড়ে, যার প্রতীকী অর্থ ধরিত্রী হবে শস্য-শ্যামলায় পরিপূর্ণ।
প্রতিদিনের পূজা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরসহ স্থানীয় শিল্পীদের একক ও দলীয় সংগীত, নৃত্য পরিবেশনা ছিল প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে।
উৎসবের শেষ দিনটি যেমন বিদায়ের বেদনা নিয়ে আসে, তেমনি বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আত্মীয়-স্বজন ও বন্ধুদের সম্পর্ক আরও দৃঢ় করে তোলে।
এসএসপিপির সভাপতি দেবল চৌধুরী এবং সাধারণ সম্পাদক জয়দীপ দাস সফলভাবে পূজা সম্পন্ন করায় প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
লায়লা নুসরাত/এমএইচএস