Logo

প্রবাস

কানাডায় বাচনিকের যুগপূর্তির প্রস্তুতি

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

কানাডায় বাচনিকের যুগপূর্তির প্রস্তুতি

কানাডার টরন্টো শহরে আগামী ১৮ অক্টোবর কবিতা বিষয়ক সংগঠন ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন করা হবে। এ উপলক্ষে টরন্টোর ডেনফোর্থ এলাকার রেডহট তন্দুরি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র কাজী হেলাল বাচনিক বৈভবের বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান মেরী রাশেদীন এবং শাপলা শালুক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাচনিক বৈভব’ অনুষ্ঠানে কবিতা, গান ও নৃত্যের মাধ্যমে বাচনিকের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। শিশু শিল্পীদের মাধ্যমে নব প্রজন্মকে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছরে একজন বাচিক শিল্পী বা কবিকে সম্মাননা প্রদান করে আসছে বাচনিক। এবারের যুগপূর্তি উৎসবে আবৃত্তি শিল্পী ও সংগঠক শিমুল মুস্তাফা এবং কবি অপরাহ্ন সুসমিতোকে ‘বাচনিক সম্মাননা’ প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অনুষ্ঠানটিতে কোনো প্রবেশ ফি নেই। টরন্টো শহরে বসবাসরত সবাইকে উৎসবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর