যুক্তরাজ্য আ.লীগের সভাপতি সুলতান মাহমুদ স্মরণে লন্ডনে শোকসভা

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২১:৩৭

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের প্রয়াণে লন্ডনে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত লন্ডনের মিলনার রোডের ইম্প্রেশন হলে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা-লীগসহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সরকারে দায়িত্ব পালন করা মন্ত্রী, উপমন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়া সভায় আরও অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রবাসী সাংবাদিকবৃন্দ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় শোকসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দীন।
এদিকে শোকসভায় বক্তারা সুলতান মাহমুদ শরীফের সংগ্রামী জীবন, রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রবাসী বাঙালিদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা তাদের স্মৃতিচারণে তুলে ধরেন। সভার একপর্যায়ে সুলতান মাহমুদ শরীফের কন্যা এক আবেগঘন বক্তব্য রাখেন।
/এএ