বেইজিংয়ে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন

চীন প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৯:৪২
-(89)-68f247c652eed.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চীনে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রির সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চীনের ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লুওসাং জিয়াংছুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট লু সিয়াংদং, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন ও মেজর জেনারেল জাং বাওছুনসহ চীনের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম স্বাগত বক্তব্যে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের সম্পর্ক সময়ের পরীক্ষায় আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যাশা করছি।’
সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে একটি স্মারক খাম উন্মোচন ও বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন চীনা নাগরিক ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমন চৌধুরী, শুভ ও অনি হাসানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সংগীত, নৃত্য ও চিত্র উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চীনা সরকারি কর্মকর্তা, প্রাক্তন রাষ্ট্রদূত, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিসহ তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর এই আয়োজন দুই দেশের বন্ধুত্ব, সাংস্কৃতিক সংযোগ ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হয়ে ওঠে।
- এমআই