Logo

প্রবাস

ক্যালগেরিতে আনন্দঘন পরিবেশে কালি পূজা ও দীপাবলি উদযাপন

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:১০

ক্যালগেরিতে আনন্দঘন পরিবেশে কালি পূজা ও দীপাবলি উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

কানাডার ক্যালগেরিতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালি পূজা ও দীপাবলি। পঞ্জিকার তিথি অনুযায়ী এ বছর বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির উদ্যোগে সাউথভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় পূজা ও দীপাবলি উৎসব।

বাংলা সংস্কৃতির সৌরভে সাজানো হয়েছিল পূজামণ্ডপ। নান্দনিক আলোকসজ্জা, সাজসজ্জা ও ফুলের সৌন্দর্যে ছিল উৎসবের আমেজ। সকালে পূজা, সন্ধ্যায় আরতি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুর পদচারণায় মুখরিত ছিল পুরো কমিউনিটি হল।

প্রবাসে থেকেও নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে উৎসবটিকে কেন্দ্র করে একত্রিত হন ক্যালগেরির সনাতন ধর্মাবলম্বী প্রবাসীরা। তারা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন।

উৎসবে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির নেতৃবৃন্দ, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি।

লায়লা নুসরাত/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর