Logo

প্রবাস

মালদ্বীপে রিসোর্টের তেল বিক্রির অভিযোগে ৫ প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

Icon

সিপন চন্দ্র মন্ডল, মালদ্বীপ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২১:৫০

মালদ্বীপে রিসোর্টের তেল বিক্রির অভিযোগে ৫ প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

মালদ্বীপে রিসোর্টগুলো থেকে ফেলে দেওয়া ব্যবহৃত তেল বিক্রির অভিযোগে পাঁচ প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে মালদ্বীপ ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এমএফডিএ) এর নির্দেশনা লঙ্ঘনের অপরাধে হুলহুমালে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিন বয়াতি (৩৭), জুলাল মিয়া (৩২), মোহাম্মদ রাসেল মিয়া (৩৪), মনোয়ার হোসেন (৪৫)। আর বাকি একজনের পরিচয় জানা যায়নি‌

দেশটির পুলিশ সার্ভিস জানিয়েছে, ভোররাতে একটি বিশেষ অভিযানে চারজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে, হুলহুমালে এমপিএল কনটেইনার জেটি এলাকায় একটি ডিঙ্গি নৌকা থেকে তেলের কনটেইনার নামিয়ে একটি পিকআপ ট্রাকে তোলা হচ্ছিল।

অভিযানে সন্দেহভাজনদের সাথে জড়িত একটি নৌকা, একটি ডিঙ্গি এবং একটি পিকআপ ট্রাক তল্লাশি করে রিসোর্ট থেকে ফেলে দেওয়া ব্যবহৃত তেলের ৪৬টি কনটেইনার জব্দ করা হয়।

সংস্থাটি আরও জানায়, এই মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনই বাংলাদেশি নাগরিক। আদালতে হাজির করার পর রিমান্ড শুনানিতে এক ব্যক্তিকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে, আর বাকি চারজনকে ১০ দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত অক্টোবর মাসে এমএফডি জানিয়েছিল যে তারা অভিযোগ পেয়েছে-কিছু স্থানে রিসোর্ট থেকে ফেলে দেওয়া তেল ব্যবহার করে খাবার রান্না করা হচ্ছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছিল।

পূর্বেও একাধিকবার দেশটির মালে শহরে কিছু ক্যাফে ও রেস্তোরাঁয় রিসোর্টের ফেলে দেওয়া তেল ব্যবহার করে খাবার তৈরির ঘটনা ধরা পড়েছে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর