কানাডায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৬:২৮
ছবি : বাংলাদেশের খবর
কানাডায় চাকরিরত প্রার্থীদের পেশাগত প্রতিকূলতা চিহ্নিত করা ও সমাধান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ক্যারিয়ার সেমিনার।
স্থানীয় সময় শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টরন্টোর ড্যানফোর্থ এক্সেজপয়েন্ট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি রোকেয়া সুলতানা সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে তরুণ ইমিগ্রান্ট, সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা শিক্ষার্থী ও যারা তাদের ক্যারিয়ার পরিবর্তনের পথে আছেন তাদের জন্য মূল্যবান পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্টারিও প্রদেশের এমপিপি ডলি বেগম, সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক খালিকুজ্জামান, স্টেইট স্ট্রীট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড. সাফি ভুইয়া, মিনিষ্ট্রি অব হেলথের ফুড এন্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খান, বায়েসের কো-ফাউন্ডার ইমাম উদ্দীন, ব্যারিষ্টার কামরুল হাফিজ, আমানেক্স ফাইনানসিয়াল এন্ড ইনভেষ্টমেন্ট টেকনোলজি কানাডার সিইও মোহাম্মদ রাব্বি এবং ফোরামের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হিরু।
বঙ্গম এমপিপি ডলি বেগম ফোরামের ২০ বছরের সমাজসেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সভাপতি রোকেয়া সুলতানার হাতে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান সমন্বয়কারীরা ছিলেন আখতার জামান, তানজিলা আমিন, খোন্দকার সোহেল, সাজেদুন নাহার, হাবিবুল্লাহ পারভেজ, আসমা হক, নুরন নাহার ও রুমানা আহমেদ।
সভা শেষে আগামী ১৫ নভেম্বর গরম কাপড় বিতরণ, ফেব্রুয়ারিতে মহান একুশে পালন এবং রমজানে ইফতার পার্টির কর্মসূচী সফল করার আহ্বান জানানো হয়।
এমএইচএস

