Logo

প্রবাস

মালদ্বীপে কার্গো জাহাজ দুর্ঘটনায় নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

Icon

সিপন চন্দ্র মন্ডল, মালদ্বীপ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৪:০৯

মালদ্বীপে কার্গো জাহাজ দুর্ঘটনায় নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালদ্বীপের কাশিদু দ্বীপের কাছে কার্গো জাহাজ দুর্ঘটনায় নিখোঁজ মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশী নাগরিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) দেশটির পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে মালে থেকে কাশিদুর উদ্দেশ্যে যাওয়ার পথে ‘ফায়সালা’ নামের জাহাজটি প্রবালপ্রাচীরে আটকে যায়। জাহাজে মোট ১১ জন আরোহী ছিলেন— যাদের মধ্যে পাঁচজন মালদ্বীপ নাগরিক এবং ছয়জন বিদেশি।

মালদ্বীপ পুলিশ ও কোস্ট গার্ড বাকি ১০ জনকে উদ্ধার করে। এ ঘটনায় এক ব্যক্তি নিখোঁজ হন। পরে নিখোঁজ বাংলাদেশি আলমগীরকে জাহাজ আটকে যাওয়া স্থলবর্তী উপকূলে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে কাশিদু হেলথ সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানিয়েছে, জাহাজের কিছু মালপত্র এখনও সমুদ্রে ভাসছে, তাই আশেপাশের সব নাবিক ও নৌযানকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মালদ্বীপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর