টরন্টোতে সোমবার রেজওয়ানা চৌধুরী বন্যার বিশেষ অনুষ্ঠান
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:১৩
ছবি : বাংলাদেশের খবর
টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের সংগীত সন্ধ্যা। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত পরিবেশনের সঙ্গে তাপস-নাহিদ জুটির নাচ দর্শকদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে। অনুষ্ঠানের উপস্থাপনা করবেন অজন্তা চৌধুরী ও শাকিলা নাজ।
এই উপলক্ষে টরন্টোর বিডি ফিউশন রেস্টুরেন্টে সম্প্রতি এক গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী লায়লা হাসান, টাইটেল স্পন্সর অয়ন দেব রায়, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, পাওয়ার্ড বাই স্পন্সর একাউন্ট্যান্ট মোর্শেদ নিজাম সিপিএ, কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার নওশের আলী এবং কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা।
আয়োজকরা জানিয়েছেন, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আজও বাঙালি জীবনের নানা দিককে জড়িয়ে রাখে। প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা তার সংগীত জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করবেন এবং বিশেষভাবে দর্শকদের সঙ্গে তার অভিজ্ঞতা ও সঙ্গীতের গল্প ভাগ করে নেবেন।
এমএইচএস

