Logo

প্রবাস

কানাডার সাস্কাটুনে ‘চিল্ড্রেন কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬

কানাডার সাস্কাটুনে ‘চিল্ড্রেন কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

কানাডার সাস্কাটুনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট আটটি দেশের শিশুদের নিয়ে ‘চিল্ড্রেন কার্নিভাল ২০২৫’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সময় রোবরাব (২১ ডিসেম্বর} দুপুরে স্থানীয় এক হোটেলে উৎসবটির আয়োজন করা হয়।  

সাস্কাটুনে এই প্রথমবারের মতো বিভিন্ন দেশের শিশুদের নিয়ে এমন বৈচিত্র্যময় আয়োজন করা হলো। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, রাশিয়া, ফিলিপাইন ও লাতিন আমেরিকার দেশগুলোসহ বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়।

দিনব্যাপী এই কার্নিভালের আয়োজনে ছিল কোমলমতি শিশুদের জন্য নানা রকম মজার খেলা (ফান গেমস), ইনডোর গেমস, উপহার বিতরণ, ফটো সেশন এবং বিনামূল্যে খাবারের ব্যবস্থা।

সন্ধ্যা ৭টায় শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন দেশের শিশুরা নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি পারফরম্যান্সের মাধ্যমে তুলে ধরে, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানজুড়ে শিশুদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এই আয়োজনের মাধ্যমে তারা যেমন সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছে, তেমনি একে অপরের সংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ পেয়েছে।

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু শিশুদের মেধা বিকাশে সহায়ক নয়, বরং নতুন প্রজন্মকে নিজ নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।

আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান কানাডায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের মধ্যে নিজেদের ঐতিহ্যের পাশাপাশি অন্যান্য দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সেতুবন্ধন তৈরিতে সাহায্য করবে। তাঁরা জানান, ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লায়লা নুসরাত/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কানাডা প্রবাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর