Logo

প্রবাস

কানাডায় খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবই

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২৮

কানাডায় খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবই

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি অনলাইন শোকবই চালু করেছে। কানাডায় বসবাসরত বাংলাদেশিদের এই শোকবইতে স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা অনলাইন শোকবইতে শোকবার্তা লিখতে পারবেন। প্রাপ্ত সব শোকবার্তা বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল নথিতে সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা শোক ও শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করছেন।

লায়লা নুসরাত/পিপি/এনএ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর