কানাডায় প্রবাসী শিশুদের বাংলা ভাষা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২২
ছবি : বাংলাদেশের খবর
কানাডার প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা শেখা ও লেখার দক্ষতা বাড়ানো এবং বাংলা শিক্ষার কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির (বিসিএসি) বাংলা স্কুলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থীদের বাংলা শেখার প্রতি আগ্রহ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। অভিভাবকরা বলেন, পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে সাংস্কৃতিক আয়োজন এবং শিক্ষার সঙ্গে আনন্দদায়ক কার্যক্রম যুক্ত করা জরুরি। এ জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা।
আলোচনায় জটিল ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিষয় সহজভাবে বোঝানোর জন্য প্রয়োজনে বাংলা ও ইংরেজি— উভয় ভাষা ব্যবহারের প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি শিক্ষাদান কার্যক্রম আধুনিক ও কার্যকর করতে স্কুলের জন্য ল্যাপটপ ও প্রজেক্টরের মতো প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও গুরুত্বসহকারে আলোচনায় উঠে আসে।
বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা এই কোমলমতি শিশুরাই আগামী দিনে কানাডায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। ভবিষ্যৎ প্রজন্ম যত বেশি দেশীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকবে, ততই বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকা আরও দৃঢ়ভাবে সমুন্নত থাকবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, শিক্ষা সম্পাদক ড. দেলোয়ার হোসেন, ক্যালগারি বাংলা স্কুলের প্রধান শিক্ষক মো. আসজাদ হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রায়হান। অভিভাবকদের পক্ষে আলোচনায় অংশ নেন সোহেল মাহবুবুল করিম, মো. জহিরুল ইসলাম, আলমগীর হোসেন, জাভেদ ইকবাল, ওমর শামস, মো. বাহারুল আলম জুয়েল, মো. আলী আজম, নাজমুন গফুর সুবর্ণা, সুলতানুল আলম তাইপুরসহ আরও অনেকে।
এলএন/এমএইচএস

