টরন্টোতে প্রশংসিত বাংলাদেশের সিনেমা ‘নোনা পানি’
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:১২
ছবি : বাংলাদেশের খবর
কানাডার টরন্টোতে প্রদর্শিত হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চলচ্চিত্র ‘নোনা পানি’। শুক্রবার (৩০ জানুয়ারি) স্থানীয় সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সৈয়দা নিগার বানুর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন সংলগ্ন এলাকার সাধারণ মানুষের জীবন শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় মানুষের জীবনসংগ্রামের চিত্র দর্শকদের আবেগাপ্লুত করে।
চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু জাবা, কাজী রাকিবুল আলম রিপন, জয়িতা মহালনবিশ ও জয়ন্ত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ‘নোনা পানি’ ২০২৩ সালে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পাশাপাশি শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবেও পুরস্কার অর্জন করেছিল।
প্রদর্শনীর শুরুতে বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ হওয়া এই বরেণ্য নির্মাতার স্মৃতির প্রতি সম্মান জানিয়েই অনুষ্ঠানের সূচনা হয়।
চলচ্চিত্রটি প্রদর্শনের পর টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক গৌতম শিকদারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লেখক শেখ শাহনওয়াজ, সাদী আহমেদ, আহমেদ হোসেন, মিজ লিটা, রেজিনা রহমান এবং ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। বক্তারা চলচ্চিত্রের নির্মাণশৈলী ও সাবলীল অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।
এমএইচএস

