-67d535048e226.jpg)
জার্মান নওমুসলিম আবদুল মালিক বলেছেন, ইসলাম গ্রহণের পর যে মানসিক প্রশান্তি পেলাম, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উর্দু নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইসলাম গ্রহণের পর আবদুল মালিক ও তার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে, তাদের বিবাহিত জীবনের প্রথম দিনগুলো হারামাইন শরিফাইনে কাটাবেন, যেন সারা জীবন এর বরকত থেকে উপকৃত হতে পারেন।
নিজের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা প্রসঙ্গে আবদুল মালিক বলেন, আমার বাবা-মা জার্মানে আছেন এবং তারা এখনো অমুসলিম। আমাদের প্রতিবেশী একজন মসজিদের ইমাম ছিলেন। তিনি আমাকে নিয়মিত ইসলামিক বই দিতেন এবং ইসলামের বিষয়ে জানাতেন। একদিন মনে হলো, তার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো।
তিনি আরও বলেন, যখন ইমামের সঙ্গে কথা বললাম, তখন তার ব্যাখ্যা শুনে আমার হৃদয়ে পরিবর্তন আসতে লাগল। অনুভব করলাম, আমি যে সত্যের সন্ধান করছিলাম, সেটাই ইসলাম।
আবদুল মালিক বলেন, ইসলাম গ্রহণের পর আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি, যেন আমার বাবা-মাও হিদায়াতের আলো গ্রহণ করেন। আমার খালাও ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন, আর এখন আমরা সবাই গভীর শান্তি অনুভব করছি।
ডিআর/বিএইচ