Logo

ফিচার

মুন অব টাঙ্গুয়া : হাওরে ভাসমান স্বপ্নের বাড়ি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:৩৭

মুন অব টাঙ্গুয়া : হাওরে ভাসমান স্বপ্নের বাড়ি

টাঙ্গুয়ার হাওর—দেশের উত্তর-পূর্বাঞ্চলের অপার সৌন্দর্যে মোড়ানো এক বিস্তীর্ণ জলাভূমি। এই হাওরের বুক চিরে এবার ভেসে বেড়াচ্ছে এক অভিনব উদ্যোগ—‘মুন অব টাঙ্গুয়া’। রুপসী বাংলা টুরিজমের নির্মিত এ হাউজবোটকে আর কেবল বোট বলা চলে না; এটি যেন সত্যিকার অর্থেই একটি ভাসমান বাড়ি।

ভাসমান বাড়ির ধারণা
রুপসী বাংলা টুরিজমের অন্যতম পরিচালক মো. মাঈন উদ্দিন ফারুক জানান, ‘আমরা শুধু একটি বোট তৈরি করিনি, আমরা হাওরের বুকে একখণ্ড নিরাপদ আধুনিক জীবনযাত্রার পরিবেশ সৃষ্টি করেছি। যার ফলে একে ভাসমান বাড়ি বললেই সবচেয়ে ভালো মানায়।’

পুরো কাঠের তৈরি এই হাউজবোটে রয়েছে ৭টি আধুনিক সজ্জিত রুম, প্রতিটিতেই সংযুক্ত ওয়াশরুম ও উচ্চমানের আসবাবপত্র। বিশাল ছাদ, রুফটপ ডাইনিং, ছাদবাগান ও বারবিকিউ জোন—সব মিলিয়ে এটি যেন একটি মোবাইল রিসোর্ট।

আধুনিকতা ও নিরাপত্তার সমন্বয়
মুন অব টাঙ্গুয়ার প্রতিটি কোণে প্রযুক্তি ও নিরাপত্তার ছোঁয়া। রয়েছে জেনারেটর ও আইপিএস সুবিধায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ৮ সদস্যের প্রশিক্ষিত স্টাফ টিম, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও ফার্স্ট এইড। বিনোদনের জন্য রয়েছে সাউন্ড সিস্টেম, কেরাম, লুডু, দাবা, ফুটবল, কার্ডসহ নানা খেলার ব্যবস্থা।

ফারুক বলেন, ‘আমরা নিরাপত্তা ও পরিষেবা নিয়ে কোনও আপস করি না। অতিথিরা যেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঘরোয়া আরাম পান, সেটাই আমাদের লক্ষ্য।’

সেবা ও প্যাকেজ মূল্য
২ দিন ১ রাতের এই হাউজবোট প্যাকেজে টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদী, বারিক্কা টিলা, শিমুল বাগানসহ প্রধান স্পট ঘুরিয়ে দেখানো হয়। প্রতি অতিথিকে দেওয়া হয় চা-কফি থেকে শুরু করে ১০ বারের খাবার পরিবেশন—যেখানে থাকে হাঁসের ভুনা, হাওরের মাছ, দেশি ভর্তা, গ্রিল চিকেন, ফ্রেশ জুসসহ নানা পদ।


প্যাকেজ মূল্য নির্ধারিত হয়েছে গ্রুপ সাইজ অনুযায়ী 

  • ১৪-১৮ জন হলে জনপ্রতি— ১০,০০০ টাকা।
  • ১৯-২৪ জন হলে জনপ্রতি— ৯,০০০ টাকা।
  • ২৫ জনের বেশি হলে জনপ্রতি— ৭,৫০০ টাকা।

এছাড়া দুজন থেকেও বুকিং দেওয়া যায়—জনপ্রতি ১০,০০০ টাকায়। শিশুদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বুকিং নিশ্চিত করতে দিতে হবে ৫০% অগ্রিম, যা ব্যাংক, বিকাশ বা সরাসরি অফিসে গিয়ে পরিশোধ করা যাবে।

পরিবেশবান্ধব পর্যটনের প্রত্যয়
রুপসী বাংলা টুরিজম পরিবেশ সচেতনতাকে অগ্রাধিকার দিয়ে এই বোটে পর্যাপ্ত ডাস্টবিন রেখেছে। অতিথিদের অনুরোধ করা হয়েছে স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতিকে সম্মান জানিয়ে আচরণ করতে। মাদকদ্রব্য বহন বা অসামাজিক আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

পর্যটকদের জন্য সতর্কতা ও দায়বদ্ধতা
বোটে চেক ইন করার সময় এনআইডি বা যেকোনো বৈধ আইডি দেখাতে হবে। প্রশাসনিক জটিলতা বা আবহাওয়া খারাপ থাকলে বোট কর্তৃপক্ষ ট্রিপ বাতিলের অধিকার রাখে। তবে বিকল্প যানবাহনে স্পট ঘোরানোর ব্যবস্থা থাকছে।

মুন অব টাঙ্গুয়া শুধু একটি যাত্রা নয়, এটি যেন হাওরের বুক জুড়ে ভেসে চলা এক স্বপ্ন। প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিকতা ও নিরাপত্তার এক দুর্লভ মেলবন্ধন এটি। ভ্রমণপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এটি হতে পারে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

বুকিং যোগাযোগ

মোহাম্মদ মাঈন উদ্দিন ফারুক

📞 ০১৯৭৫-০৮৬২৯৫

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর