Logo

ফিচার

বিশ্ব আলোকচিত্র দিবস আজ, বিপিএসের শোভাযাত্রা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৬

বিশ্ব আলোকচিত্র দিবস আজ, বিপিএসের শোভাযাত্রা

ছবি : সংগৃহীত

আজ ১৯ আগস্ট, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব আলোকচিত্র দিবস। আধুনিক ফটোগ্রাফির সূচনা হিসেবে বিবেচিত একটি ঐতিহাসিক ঘটনার দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই দিবস উদযাপন করা হয়।

১৮৩৯ সালের এই দিনে ফরাসি সরকার আলোকচিত্রী লুই দাগেরে উদ্ভাবিত ‘ডাগেরোটাইপ’ ফটোগ্রাফি প্রক্রিয়াটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। এ ঘোষণার মাধ্যমে সাধারণ মানুষের হাতে ফটোগ্রাফির পথ উন্মুক্ত হয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিতেই বিশ্বব্যাপী দিনটি পালন করা হচ্ছে।

২০১০ সালের ১৯ আগস্ট প্রথমবারের মতো অনলাইনে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত হয়। ওইদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের ২৭০ জন আলোকচিত্রী তাদের কাজ একটি আন্তর্জাতিক অনলাইন গ্যালারিতে প্রদর্শন করেন। এরপর থেকে দিনটি নিয়মিতভাবে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

বর্তমানে দিবসটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ #WorldPhotographyDay ব্যবহার করে অসংখ্য মানুষ ছবি শেয়ার করছেন। নানা দেশে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রদর্শনী, প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান।

বাংলাদেশেও আলোকচিত্র শিল্পকে এগিয়ে নিতে নানা আয়োজন হয়ে থাকে।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) ফটোগ্রাফি শিক্ষা, প্রদর্শনী ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি আজকের এই দিনটি দেশের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে উদযাপন করবে। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে। 

সংগঠনটি এই শোভাযাত্রার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে। 

আলোকচিত্র এখন শুধু শিল্প বা নান্দনিকতা নয়, ইতিহাস সংরক্ষণ, সমাজকে জানা এবং দৈনন্দিন জীবনের দলিল হিসেবেও সমান গুরুত্ব বহন করছে। তাই বিশ্ব আলোকচিত্র দিবস হয়ে উঠেছে ছবি-প্রেমীদের জন্য অনুপ্রেরণার দিন।

  • এইচকে/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর