Logo

ফিচার

প্রাগৈতিহাসিক মানুষের কথা ‘শোনার পথে’ চীন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৯

প্রাগৈতিহাসিক মানুষের কথা ‘শোনার পথে’ চীন

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এজেন্ট, যা শুধু ওরাকল হাড়ের লিপি (Oracle Bone Script) গবেষণার জন্য তৈরি, তা আনইয়াং, হেনান প্রদেশে ‘ওরাকল হাড়ের লিপির জন্মভূমিতে’ চালু করা হয়েছে। এ মাসে এই লিপির আবিষ্কারের ১২৬তম বার্ষিকী পালন করা হলো।

১৮৯৯ সালে আনইয়াং-এ শাং রাজবংশের (ই.সা. ১৬শ থেকে ১১শ শতাব্দী খ্রিস্টপূর্ব) শেষ রাজধানীর প্রাণি হাড় ও শেল খুঁজে পাওয়া হয়, যেগুলিতে খোদাই করা লিপি রয়েছে। এই লিপি প্রাচীন চীনের সবচেয়ে প্রাচীন পূর্ণাঙ্গ লেখার সিস্টেম হিসেবে পরিচিত। এটি প্রাচীন ইতিহাস, আইন ও সংস্কৃতি বোঝার জন্যও গুরুত্বপূর্ণ।

এই গবেষণার জন্য তৈরি AI এজেন্টটি মিলিতভাবে তৈরি করেছে চীনের শিক্ষা মন্ত্রকের ওরাকল হাড় লিপি তথ্য প্রক্রিয়াকরণ কী (Key) ল্যাব, আনইয়াং নরমাল বিশ্ববিদ্যালয়, শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ইনস্টিটিউট এবং টেনসেন্টের ডিজিটাল কালচার ল্যাব।

এজেন্টটির নাম রাখা হয়েছে ‘ইনকিউই শিংঝি’ (Yinqi Xingzhi), যা দুইটি AI মডেল, Deep-Seek এবং Tencent Hunyuan, একত্রিত করে তৈরি করা হয়েছে।

ল্যাবরেটরির প্রধান লিউ ইয়ংগে জানান, গবেষকরা এই বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় মাল্টিমোডাল ডেটাসেটও তৈরি করেছেন। এতে রয়েছে ১.৪৩ মিলিয়ন চরিত্রের ফর্ম, ১৫,০০০ ওরাকল হাড়ের খণ্ড এবং ৩,০০০ গবেষণাপত্রের তথ্য।

ল্যাবরেটরি ২০১৯ সালে চালু হওয়া Yinqi Wenyuan Oracle Bone Inscription Big Data Platform-এর ওপর ভিত্তি করে একটি “ডিজিটাইজেশন-ডেটাফিকেশন-ইন্টেলিজেন্স” উন্নয়ন পথ তৈরি করেছে, যা এখন Yinqi Xingzhi AI এজেন্টের সঙ্গে সংযুক্ত। লিউর মতে, এই উদ্যোগটি গবেষণার পুনরাবৃত্তি কমাতে এবং কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই উদ্ভাবনগুলো ওরাকল হাড়ের লিপি গবেষণার দক্ষতা এবং নির্ভুলতা বাড়াচ্ছে এবং প্রাচীন চীনের ইতিহাসকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দিচ্ছে।

নতুন AI এজেন্ট Digital Oracle Collaborative Project-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ডেটাসেট তৈরি এবং বিদেশে থাকা বা হারানো ওরাকল হাড়ের ডিজিটাল পুনরুদ্ধারে কাজ করছে।

চীনা একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের গবেষক এবং লিপি বিশেষজ্ঞ সঙ ঝেনহাও বলেন, “Yinqi Xingzhi” নামটি ঐতিহাসিক ও কাব্যিক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ “অবিচলিত পদক্ষেপ এবং ধারাবাহিক অগ্রগতি।”

তিনি আরও উল্লেখ করেন, গবেষণার ফোকাস এখন কেবল একক অক্ষর ব্যাখ্যা থেকে এগিয়ে এসে তাদের প্রসঙ্গ বোঝায়।

প্রকল্পটির একটি মূল লক্ষ্য হলো বিদেশে থাকা ওরাকল হাড়ের ডিজিটাল পুনঃস্থাপন। এখন পর্যন্ত তাদের কাছে ডিজিটালভাবে সংগ্রহ করা হয়েছে ১,৫২৫টি হাড়, যার মধ্যে ৯৫০টি চীনের বাইরে। তবে লিউ স্বীকার করেন, আনুমানিক ৩০,০০০ খণ্ড বিদেশে আছে, তাই এটি কেবল একটি ছোট পদক্ষেপ

লিউ AI এজেন্টকে একটি সহকারী হিসেবে বর্ণনা করেছেন যা পুনরাবৃত্তিমূলক কাজগুলো পরিচালনা করে। যাতে বিশেষজ্ঞরা গবেষণার মূল অন্তর্দৃষ্টিতে মনোযোগ দিতে পারেন। তিনি বলেন, ‘মানব মস্তিষ্ক ভুলে যায়, কিন্তু মেশিন ভুলে না; মানব মস্তিষ্ক উদ্ভাবনে পারদর্শী, মেশিন কার্যকর বাস্তবায়নে।’

Digital Oracle Collaborative Project ৩,০০০ বছরের পুরোনো অক্ষরগুলোকে চিত্র হিসেবে চিহ্নিত করতে গ্লিফ-ম্যাচিং অ্যালগরিদম ব্যবহার করছে। এটি আর্কিওলজিকাল রাবিং এবং গবেষণাপত্রে চরিত্র চিহ্নিত ও ট্র্যাক করতে সক্ষম, যা একটি বড় গবেষণার চ্যালেঞ্জ সমাধান করে মানক অক্ষর ভাণ্ডারের অভাব।

টেনসেন্টের ডিজিটাল কালচার ল্যাবের প্রধান আর্কিটেক্ট ওয়াং চাওইয়াং বলেন, “আমরা মূল সমস্যা সমাধান করেছি কিভাবে এই চরিত্রগুলো কার্যকরভাবে খুঁজে বের করা এবং গবেষণা করা যায়

দলটি মাইক্রো-ট্রেস এ enhancement প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল হাড়ের খোদাই করা অক্ষরগুলোর স্পষ্টতা বাড়াচ্ছে, যা গবেষণা ও শিক্ষার জন্য উচ্চমানের মডেল তৈরি করে।

ল্যাব মিউজিয়াম এবং সংগ্রহস্থলের সঙ্গে কাজ করছে যাতে তাদের ডিজিটাইজেশন প্রক্রিয়াটি একটি শিল্পমান হয়ে ওঠে, যা বিদেশে থাকা ওরাকল হাড়ের প্রফেশনাল ডিজিটাল সংরক্ষণ নিশ্চিত করবে।

ওয়াং বলেন, ‘আমাদের ব্যবহারকারীর সাংস্কৃতিক অভিজ্ঞতা বোঝা এবং তাদের প্রয়োজন চিহ্নিত করা জরুরি, পাশাপাশি প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক যোগাযোগ আরও সহজ এবং অর্থবহ করতে পারে তা ভাবতে হবে। এই খোদাইগুলো কেবল প্রাচীন নিদর্শন নয় এগুলো প্রাচীন চীনা সভ্যতার মূল।

সঙ আরও যোগ করেন, চীনের ওরাকল হাড় লিপি গবেষণায় এখন আন্তঃশাখাগত সহযোগিতা বাড়ছে, যা মানবিক ও বিজ্ঞান শাখার মেলবন্ধন ঘটাচ্ছে এবং প্রাচীন লেখা ও কম্পিউটার বিজ্ঞান বিশেষজ্ঞদের একত্রিত করছে, যা প্রাচীন চীনা সভ্যতা বোঝার ক্ষেত্রে অগ্রিম আবিষ্কারের পথ খুলছে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চীন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর