প্রিয় অভিভাবক, আপনার শিশুর নিরাপত্তা শিখাতে যা করতে পারেন-
- হয়রানি/বুলিং সম্পর্কে শিশুকে সচেতন করুন। যেমন- বিকৃত নামে ডাকা, স্কুলে শিশুকে তার নাম, বাবার নাম, ঠিকানা ও ফোন নম্বর মুখস্থ করান যাতে জরুরি সময়ে সে সাহায্য চাইতে পারে।
- অপরিচিত কারও সাথে কথা না বলা, কোথাও না যাওয়া বা কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে শিশুকে নিষেধ করুন এবং অপরিচিত কারও ডাকে সাড়া না দিতে শেখান।
- শিশুকে সাঁতার শেখান।
- শিশুর যত্ন বাড়ি/বাসার কাজে সহায়কের ওপর দেওয়া থেকে বিরত থাকুন।
- শিশুর গোসল বা কাপড় পরিবর্তনের সময় বা অন্য কোনো সময় কেউ তার স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করলে সেটা মা-বাবাকে জানাতে বলুন।
- কেউ খারাপভাবে স্পর্শ করলে প্রতিবাদ করতে শেখান। উচ্চস্বরে ‘না’ বলে, দৌঁড়ে নিরাপদ জায়গায় যেতে বলুন এবং সাথে সাথে বাবা-মা বা অভিভাবককে বিষয়টি সম্পর্কে বলুন।
- পরিবারের সদস্য বা নিকটআত্মীয় দ্বারা শিশু কোনো রকম শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছে কিনা সেই ক্ষেত্রে সতর্ক থাকুন।
সূত্র: অভিভাবক নির্দেশিকা, নেপ।
এনএ

