প্রিয় অভিভাবকগণ, আপনার শিশুর মধ্যে নৈতিকতা ও ধর্মচর্চার অভ্যাস গড়ে তুলতে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন:
* শিশুর সঙ্গে বয়স অনুযায়ী ভালো-মন্দ, ন্যায়-অন্যায় নিয়ে আলোচনা করুন।
* শিশুদের সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখান।
* নিজ নিজ ধর্মের মহান ব্যক্তি বিশেষের চারিত্রিক গুণাবলি ও কাহিনী গল্পের মতো করে আলোচনা করুন, যাতে শিশুর মনে তাঁদের গুণাবলি অনুসরণের জন্য আগ্রহ তৈরি হয়।
* শিশুর অপ্রত্যাশিত আচরণ পরিবর্তনে শিশুকে সাহায্য করুন। শিশুর অপ্রত্যাশিত আচরণ যেমন
- অন্যের কলম পেন্সিল না বলে নিয়ে আসা,
- বড়দের সাথে খারাপ ভাষায় কথা বলা,
- অন্য শিশুদের আঘাত করা বা ধাক্কা দেওয়া
শিশু কোনো ভুল করলে সাথে সাথে তাকে শাস্তি না দেওয়া, ভয় না দেখানো, রাগ না করা, অপমান না করা, লজ্জা না দেওয়া, শিশুকে তার ভুল শোধরানোর জন্য বুঝিয়ে বলুন, কেন এটা ভুল সেটাও বুাঝিয়ে বলুন।
* শিশুর টিভি দেখা বা মোবাইল চালানো অথবা ভিডিও গেমের সময় সীমিত করুন।
* শিশু খুব প্রয়োজন হলে, যখনই শিশু মোবাইল বা টিভি দেখতে চায়, তখন ইতিবাচক কার্টুন বা ভিডিও দেখাতে পারেন।
সূত্র: অভিবাবক নির্দেশিকা, নেপ
এনএ

