Logo

খেলা

ম্যানসিটির বিশাল জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩

ম্যানসিটির বিশাল জয়

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে ৫-২ ব্যবধানে জয় পেয়েছে বর্তমান ও টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শনিবার দিবাগত রাতে (১৩ এপ্রিল) ইতিাহাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতেই ২১ মিনিটে ক্রিস্টাল প্যালেস দুটি গোল করে সিটির জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। তবে সিটির অভিজ্ঞ মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে ফিরে আসে সিটি। প্রথম গোলটি করেন তিনি নিজেই। পরবর্তীতে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ও নিশ্চিত করেন ব্রুনাই।

এই জয়ে ১২তম স্থানে থাকা প্যালেসের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল সিটি। পাশাপাশি লিগ টেবিলের চারে উঠেছে পেপ গার্দিওলার এই দল। চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট এগিয়ে রয়েছে তারা।

চলতি মৌসুম শেষে সিটি থেকে বিদায় নেবেন ডি ব্রুইনা। যাওয়ার মৌসুমেও প্রিয় দলকে চ্যাম্পিয়নস লিগের যোগ্য প্রতিযোগী করে দিতে চান তিনি।

ম্যাচ শেষে তাই নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করে ডি ব্রুইনা বলেন, ‘আমি যখন থেকে এখানে আছি তখন থেকে প্রতি বছরই আমরা চ্যাম্পিয়নস লিগে খেলছি, তাই আমি আশা করি আগামী বছরও তাই হবে। আমি শুধু আগের মতোই ভালো ফুটবল খেলতে চাই।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর