• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
আপনি হউন ধূপ শিখার মতো

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংগৃহীত ছবি

সরকার

আপনি হউন ধূপ শিখার মতো

  • আজিজুল ইসলাম ভূঁইয়া
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

আজ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। আজকের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীর সঙ্গে নেই। প্রধানমন্ত্রী হওয়ার সুবাধে তিনি সাত সমুদ্র তেরো নদীর ওপারে বিশ্বনেতাদের সঙ্গে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন। অন্তত পাঁচটি জন্মদিবস উপর্যুপরি তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। তার অনুপস্থিতি কিংবা জন্মদিনের আনন্দমুখর ক্ষণটিতে আমাদের মাঝে না পাওয়ার জন্য আমরা বেদনাহত নই; বরং আমরা গৌরবান্বিত এই ভেবে যে, আমাদের ছোট দেশের প্রধানমন্ত্রীকে শঙ্খরধ্বনি করে বিশ্বদরবার থেকে আহ্বান জানানো হচ্ছে মানবজাতি ও আন্তর্জাতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য।

প্রিয় প্রধানমন্ত্রী, আজ আপনার শুভ জন্মদিনে প্রার্থনা করি ‘আপনি সুন্দর হউন— রেশমি বস্ত্র পরে নয়, সুগন্ধি মেখে নয়, সিলকে নয়, চন্দনেও নয়। আপনি সুন্দর হউন অন্তরের অনন্ত কান্তিতে।’

প্রিয় জননেত্রী আজ এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা করি আপনি বীর হউন। সিজার-শিকান্দারের মতো নয়; চেঙ্গিস-হালাকু খানের মতো নয়; হিটলার-মুসোলিনির মতো নয়। আপনি বীর হউন আত্মত্যাগের অপার মহিমায়।’

মানবতার প্রিয় জননী, ‘আপনি স্থির হউন— সুস্থির হউন। শবদেহের মতো নয়, নুড়ির মতোও নয়। তারা স্থির; তবে একই সঙ্গে স্থবিরও বটে। আপনি স্থির হউন, অস্তাচলগামী সূর্যের মতো; নিঃস্বকম্প প্রদীপ শিখার মতো। আপনার জীবন হউক চন্দনের মতো ক্ষয়ে ক্ষয়ে দিতে সুশ্রী। আপনি হউন ধূপ শিখার মতো দহনে দহনে দিতে তৃপ্তি’।

এই দিনে আমাদের মনে পড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতি নেতৃত্বহারা হয়েছে; অভিভাবকহীন হয়েছে। দীর্ঘ তিন দশকের অক্লান্ত পরিশ্রমে, নিজ মেধা, মননশীলতা ও সঠিক দিকনির্দেশনা দিয়ে আপনি নেতৃত্বের অভাব পূরণ করেছেন। আজ আপনি শুধু বাঙালি জাতির নেত্রী নন— আপনি আজ বিশ্ব নেতৃত্বের প্রথম সারিতে অভিষিক্ত। জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এখন সময় এসেছে জাতির অভিভাবকের দায়িত্ব নেওয়ার। যাতে দল-মত নির্বিশেষে সব মানুষ আপনার স্নেহ-ছায়ায় একজন চিত্ত-বিত্তে মহিমামণ্ডিত অভিভাবকের আশ্রয় খুঁজে পায়। আপনার শুভ জন্মদিনে এটাই হলো আমাদের প্রত্যাশা। আমাদের বাসনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads