Logo

জাতীয়

বিশ্ব হিমোফিলিয়া দিবসে হেমাটোলজি সোসাইটির বর্ণাঢ্য আয়োজন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:১২

বিশ্ব হিমোফিলিয়া দিবসে হেমাটোলজি সোসাইটির বর্ণাঢ্য আয়োজন

বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে হেমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর, হিমোফিলিয়া সোসাইটির সভাপতি নাজমুল আলমসহ অতিথিরা হিমোফিলিয়া রোগ সম্পর্কে সচেতনতা, দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।

পরে ঢাকা ক্লাবে রোচ বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হয় একটি গোলটেবিল বৈঠক। এতে স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে হিমোফিলিয়া রোগীদের জন্য কেন্দ্রীয় রেজিস্ট্রি, গাইডলাইন প্রণয়ন এবং জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

দুপুরে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থাপিত হয় হিমোফিলিয়া চিকিৎসা ও রোগীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত গবেষণাপত্র। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা হেমাটোলজিস্ট ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা।

এই আয়োজনের মাধ্যমে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতা ও সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর