Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৪৮ জন। 

সোমবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন ও বরিশাল বিভাগের ২২ জন রোগী রয়েছেন।

বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬১ দশমিক ৪ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৩৮ দশমিক ৬ শতাংশ।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। যাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৬ জন।

এসআইবি/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর