Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২,৩৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ৯ জন, বরিশালে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রোগী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্যান্য বছরের মতো এবারও ডেঙ্গুতে পুরুষদের আক্রান্ত হওয়ার হার বেশি। চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৬১.৪ শতাংশ পুরুষ এবং ৩৮.৬ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এসআইবি/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর