২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, নতুন আক্রান্ত ৪৯২

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:৫৪
-686bb585d4c0d.jpg)
প্রতীকী ছবি
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন।
সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় রয়েছেন ১৫৮ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৭৬৩ জনে। এর মধ্যে পুরুষ আক্রান্তের হার ৫৯ দশমিক ৮ শতাংশ এবং নারী আক্রান্তের হার ৪০ দশমিক ২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মশা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এসআইবি/এমএইচএস