Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৪৭

২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১১

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জনে।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারির শুরু থেকে দেশের মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ২৯ শতাংশ হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।

করোনার প্রথম তিনজন রোগী বাংলাদেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সর্বাধিক মৃত্যু হয়েছে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, যখন দু’দিনে প্রতিদিন ২৬৪ জন করে মারা গিয়েছিলেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে যাতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

করোনাভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর