২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু এক, আক্রান্ত ৩৯১

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৪২

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে আরও ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৪৬০ জনে।
শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১২২ জন, বরিশাল বিভাগের ১২৮ জন, চট্টগ্রাম বিভাগের ৪১ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ ১১ জন এবং রংপুর বিভাগের ২ জন রোগী রয়েছেন।
বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। এ বছর পুরুষদের হার ৫৩ দশমিক ৭ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৪৬ দশমিক ৩ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের। যাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ২৬ জন।
- এসআইবি/এটিআর