
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে ৪২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৮৮০ জনে।
রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১৪২ জন, বরিশাল বিভাগের ১১৬ জন, চট্টগ্রাম বিভাগের ৭৯ জন, রাজশাহী বিভাগের ৪৫ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহে ৯ জন ও রংপুর বিভাগে ৩ জন রোগী রয়েছেন।
বিগত বছরগুলোর মতো চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৫১ দশমিক ৮ শতাংশ এবং নারীদের মধ্যে এ হার ৪৮ দশমিক ২ শতাংশ।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ২৭ জন।
এসআইবি/এমবি