Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ৩৩০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ৩৩০

ছবি : সংগৃহীত

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় এতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২১০ জনে। 

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১১৯ জন, বরিশাল বিভাগের ৮৬ জন, চট্টগ্রামের ৫৪, রাজশাহীর ৩৮, খুলনার ২৭, ময়মনসিংহের ৩ এবং রংপুর বিভাগের ৩ জন রোগী রয়েছেন।

বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৫৩ দশমিক ৪ শতাংশ এবং নারীদের আক্রান্তের হার ৪৬ দশমিক ৬ শতাংশ। 

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। যাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ২৭ জন।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর