-687638a124aab.jpg)
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৮৫ জনে।
মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় সর্বাধিক ১৩৪ জন ভর্তি হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে— বরিশাল বিভাগে ১২১ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারও বিগত বছরগুলোর মতো পুরুষদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৫৩ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৬ শতাংশ নারী।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, সামনের দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই মশার প্রজননস্থল ধ্বংস, ঘরের ভিতরে ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসআইবি/এমএইচএস