বিমান বিধ্বস্ত
বার্ন ইন্সটিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:৪৬

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের সাহেল ফারাবী আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থী মারা গেছেন।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৫ জন।
এদিকে রোববার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
এসআইবি/এমবি