Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন।

সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩০ জন, বরিশালে ১০৮ জন, চট্টগ্রামে ৮১ জন, রাজশাহীতে ৩১ জন, খুলনায় ৩৪ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২৩ জনে। এর মধ্যে পুরুষ আক্রান্ত হয়েছেন বেশি। পুরুষ রোগীর হার ৫৮ দশমিক ৬ শতাংশ এবং নারীদের হার ৪১ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৩ জন এবং নারী ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর প্রকোপ কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশা নির্মূলের কার্যকর উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

শহর ও গ্রামে জমে থাকা পানি, ফুলের টব, খোলা পাত্র, নির্মাণাধীন ভবন— এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং মশার বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর