
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে এবং ৩২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বোচ্চ রোগী ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন, যেখানে মোট ৯৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের অন্যান্য এলাকাসহ খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগেও যথাক্রমে ৪৯, ১৪, ৬, ৫৪, ৪১ ও ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৪১০ জন এবং প্রাণ হারিয়েছেন ৯৫ জন।
তুলনামূলকভাবে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এছাড়া, ২০২৩ সালের পুরো বছরজুড়ে ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।