সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক হলেন ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:২৪
---2025-08-12T102254-689ac1fa6ae06.jpg)
ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন। ছবি : সংগৃহীত
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন। তিনি এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক ও ইনসিটু উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের বড় ছেলে।
এতে বলা হয়েছে, বর্তমান পরিচালক ডা. মো. শফিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এবং তাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে সাভারে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডা. মোহাম্মদ সেহাব উদ্দিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
- এমআই