এশিয়ান আইকন অ্যাওয়ার্ড পেলেন ড. গাজী রিয়াজ রহমান

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:২৬
---2025-08-15T212601-689f51ab9ddcd.jpg)
ছবি : সংগৃহীত
চোখের চিকিৎসা ক্ষেত্রে এক গৌরবময় স্বীকৃতি হিসেবে ড. গাজী রিয়াজ রহমান (পিএইচডি) এশিয়ান আইকন অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন।
মায়োপিয়া চিকিৎসা ও দৃষ্টি সেবায় অসামান্য অবদান এবং অদম্য নিষ্ঠার জন্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুক্রবার (১৫ আগস্ট) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এশিয়ান আইকন অ্যাওয়ার্ড হলো- এশিয়ার অন্যতম সেরা স্বীকৃতি, যা প্রদান করা হয় তাদেরকে যারা নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখে সমাজে স্থায়ী প্রভাব সৃষ্টি করেছেন। ড. গাজী রিয়াজ রহমানের উদ্ভাবনী কাজ এবং মায়োপিয়া নিয়ন্ত্রণে কার্যকর সমাধান অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করেছে। বিশেষ করে এমন অঞ্চলে যেখানে উন্নত চক্ষু চিকিৎসা সহজলভ্য নয়।
অনুষ্ঠানে আয়োজকরা ড. রহমানের নিরলস প্রচেষ্টা, সৃজনশীল পদ্ধতি এবং সীমান্ত পেরিয়ে দৃষ্টি সেবার মানোন্নয়নে তাঁর অঙ্গীকারের উচ্চ প্রশংসা করেন।
- এমআই