Logo

স্বাস্থ্য

পেছাল টাইফয়েড টিকাদানের সময়

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৫:০৪

পেছাল টাইফয়েড টিকাদানের সময়

সারাদেশে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের পরিবর্তে এ কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর থেকে। ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোর এ টিকা পাবেন।

শনিবার (১৬ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য সহকারীদের আন্দোলন চলমান থাকায় টিকাদানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেরি হয়েছে। তাই টিকাদান কর্মসূচি পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে সব মিলিয়ে ১৮ কর্মদিবস টিকাদান কর্মসূচি চলবে। প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে, পরের আট কর্মদিবস টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এ টিকা।

উল্লেখ্য, এ টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোর-কিশোরী টাইফয়েডের টিকা পাবেন। বিনামূল্যের এ টিকা পেতে এরইমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে।

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর