ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৬৬

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:৪০

ছবি : সংগৃহীত
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ১০৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৩৭৮ জনে।
রোববার(১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১৯১ জন, বরিশাল বিভাগের ৮৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬০ জন, ময়মনসিংহ বিভাগের ৮ জন, খুলনা বিভাগের ৪৭ জন, রাজশাহী বিভাগের ৬৬ জন, রংপুর বিভাগের ৫ জন ও সিলেট বিভাগের ৬ জন রোগী রয়েছেন।
বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৫৯ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৪১ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। যাদের মধ্যে পুরুষ ৬২ জন এবং নারী ৪৩ জন।
- এসআইবি/এমআই