Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে দেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫৩

ডেঙ্গুতে দেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭

প্রতীকী ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে শুক্রবার (২২ আগস্ট) থেকে শনিবার পর্যন্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৭ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে শনিবার (২৩ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বাধিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা ঢাকায় হয়েছে। এ সময়ে ঢাকায় মারা গেছেন চারজন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন আরও ১৪৭ জন।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৭ শতাংশ পুরুষ এবং ৪৩ শতাংশ নারী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ৫৯.২ শতাংশ পুরুষ এবং ৪০.৮ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, বাড়ি ও আশেপাশের পানির সঞ্চয়, আবর্জনা ও মশার প্রজনন স্থান নির্মূল করার মাধ্যমে ডেঙ্গুর সংক্রমণ রোধ করতে হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর