Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৪৩০, একজনের মৃত্যু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:২৮

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৪৩০, একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। 

রোববার ২৪ (আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১২০ জন, ঢাকা বিভাগে ৫৪, বরিশাল বিভাগে ৭২, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৪২, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ১১৫ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর