ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে ২ দিন হাসপাতালে যেতে পারবেন

বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১

ছবি : সংগৃহীত
সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণের ওপর কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে শুধুমাত্র দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার) মোট ৫ ঘণ্টা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। এছাড়া সাক্ষাতের সময় দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুল হক খান স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন নির্দেশনা জারি করা হয়।
এতে দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই নির্দেশনায় মোট ৮টি বিষয় উল্লেখ করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ওপর।
পরিপত্রে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের বাইরে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালের সীমানার মধ্যে অবস্থান করতে পারবেন না। এছাড়া,প্রতিনিধিদের পরিচয়পত্র (আইডি) দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখাসহ রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে হাসপাতাল ও চিকিৎসক চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অতিরিক্ত উপস্থিতি রোগীদের অসুবিধাসহ চিকিৎসার পরিবেশে প্রভাব ফেলেছে।
অন্যান্য নির্দেশনার মধ্যে আছে—বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ব্যবস্থাপত্র না লেখা এবং হাসপাতালে সরবরাহে থাকা ওষুধ বা পরীক্ষা বাইরে থেকে করাতে না বলা। এছাড়া সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বেসরকারি সিল ব্যবহার না করার মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে নির্দেশনায়।
এসব ছাড়াও, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা টেবিলে রাখা যাবে না।
এএ