ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ দিনে রেকর্ড সংখ্যক ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ২০-২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই মৃত্যু হয়েছে।
এদিকে এই সময়ের ভেতরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৮৩১ জনে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৮৪ জন, বরিশাল বিভাগের ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭৭ জন, ময়মনসিংহ বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ৫২ জন, রাজশাহী বিভাগের ২৮ জন, রংপুর বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ৯ জন রোগী রয়েছেন।
বিগত বছরগুলোর মতো চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬০ দশমিক ৩ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৩৯ দশমিক ৭ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৯ জনের। যাদের মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৮৭ জন। এরআগে ২০১৩ সালের ১৫ অক্টোবর ১২ জনের মৃত্যু হয়েছিল।
- এসআইবি/এমআই

