Logo

স্বাস্থ্য

বিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ ফুসফুসের রোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

বিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ ফুসফুসের রোগ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব ফুসফুস দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে বিএমইউর রেসপিরিটোরি মেডিসিন বিভাগ এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

‘ফুসফুসজনিত রোগ মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে’

সেমিনারে বক্তারা জানান, বিশ্বে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ ফুসফুসজনিত রোগে মারা যাচ্ছে। মানুষের মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ হলো সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)। পৃথিবীর প্রায় ৩০ শতাংশ মানুষ বক্ষব্যাধিতে আক্রান্ত।

অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, পালমোনারি হাইপারটেনশনের চিকিৎসায় দেশে নতুন ওষুধ ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তবে এসব ওষুধ ব্যবহারের আগে ডোজ, চিকিৎসা ব্যয় ও সামাজিক বাস্তবতা বিবেচনা করতে হবে।

চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, বিশ্বের মৃত্যুর পাঁচটি প্রধান কারণের মধ্যে চারটি শ্বাসযন্ত্র–সম্পর্কিত। যক্ষ্মা, নিউমোনিয়া, হাঁপানি ও সিওপিডি বিষয়ে নতুন চিকিৎসা-নির্দেশিকা তৈরির কাজ চলছে।

গবেষণা ও সেবা

বিএমইউ’র রেসপিরিটোরি মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মানাল মিজানুর রহমান জানান, গত ৯ বছরে পৃথিবীতে মাত্র ৩১ দিন বায়ুদূষণমুক্ত ছিল। তিনি বলেন, বিএমইউতে পালমোনারি হাইপারটেনশন, ডিপিএলডি ও অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নিয়ে আলাদা ক্লিনিক চালু রয়েছে। এ ছাড়া বিভাগটি নিয়মিত রেফারেল রোগীদের দ্রুত সেবা দিয়ে আসছে।

প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া, বিএমইউ’র অধ্যাপক ডা. ফেরদৌস-উর রহমান ও সহযোগী অধ্যাপক ডা. রাজাশিষ চক্রবর্তী।

সেমিনারে আরও জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিএমইউতে আসা রেফারেল রোগীদের মধ্যে ২৭ শতাংশ সার্জারি, ২১ শতাংশ কার্ডিওলজি, ১৯ শতাংশ নেফ্রোলজি ও ১৬ শতাংশ জেনারেল ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সভাপতিত্ব করেন রেসপিরিটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেসিডেন্ট চিকিৎসক তাজকিয়া তাসনিম আহমেদ।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর