ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫৬

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯
-68dbc85c0cdfb.jpg)
ছবি : সংগৃহীত
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১৯৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৩৪২ জনে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ২৯৩ জন, বরিশাল বিভাগের ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ৭০ জন, ময়মনসিংহ বিভাগের ২৮ জন, রাজশাহী বিভাগের ২৫ জন, সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৮ জনের। যাদের মধ্যে পুরুষ ১০৪ জন এবং নারী ৯৪ জন।
এসআইবি/এআরএস/