Logo

স্বাস্থ্য

অ্যানথ্রাক্স প্রতিরোধে সরকারের জরুরি কার্যক্রম শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০৫

অ্যানথ্রাক্স প্রতিরোধে সরকারের জরুরি কার্যক্রম শুরু

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন জেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রোগটির বিস্তাররোধ ও নিয়ন্ত্রণে জরুরি ও সমন্বিত কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম মাঠপর্যায়ে ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ, যা গবাদিপশু থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। এ প্রেক্ষিতে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর ও প্রশাসনের সমন্বয়ে গবাদিপশুর টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকায় অসুস্থ পশু জবাই প্রতিরোধ ও প্রতিটি খামারের পশুকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রংপুর ও গাইবান্ধা জেলাকে অ্যানথ্রাক্সে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) রংপুর বিভাগে প্রায় ৩০ লক্ষ অ্যানথ্রাক্স টিকা সরবরাহ করবে, যার মধ্যে রংপুর ও গাইবান্ধা জেলায় যাবে ২০ লক্ষ টিকা।

ইতোমধ্যে রংপুর জেলার নয়টি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার গরুতে টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ৩৬টি কসাইখানায় পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম এবং টিকাদানের জন্য ৩২টি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। অন্যদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৬ হাজার ৪০০ গরুতে টিকা প্রয়োগ করা হয়েছে। সেখানে মাইকিং, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও আদায় করা হয়েছে।

এ পর্যন্ত সংগৃহীত ১১টি রক্তের নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ পাওয়া গেলেও ১১টি মাংসের নমুনার মধ্যে ১০টি পজিটিভ পাওয়া গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রাণিসম্পদ অধিদপ্তর উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান টিম গঠন করেছে, যা আক্রান্ত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দাখিল করবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর